ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১ রানে জিতলো কাপালির দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
১ রানে জিতলো কাপালির দল মানভিনদার বিশলা / ছবি: সংগৃহীত

ডিপিএলের ১১তম রাউন্ডের ম্যাচে মাঠে নেমে ১ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়ন। এদিন ভিক্টোরিয়ার বিপক্ষে খেলতে নেমে আসরের পঞ্চম জয় পায় ব্রাদার্স। অপরদিকে, ১১ ম্যাচ খেলে একটি জয় নিয়ে টেবিলের তলানীতেই রইলো ভিক্টোরিয়া।

ব্যাট ও বল হাতে দুর্দান্ত করেছেন ব্রাদার্সের ভারতীয় রিক্রুট মানভিনদার বিশলা। আইপিএলের আসরে কলকাতা, বেঙ্গালুরু আর পাঞ্জাবে খেলা এই ৩২ বছর বয়সী তারকা ম্যাচ শেষে একাই নিজের দিকে সব আলো কেড়ে নিয়েছেন।

বৃথা গেছে ভিক্টোরিয়ার দলপতি মনির হোসেনের ৫ উইকেট।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে ৪৯.১ ওভার ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে ব্রাদার্স তোলে ২৩৫ রান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভিক্টোরিয়ার ইনিংস থামে ২৩৪ রানের মাথায়।

ব্রাদার্সের ওপেনার জুনায়েদ সিদ্দিকী এদিন করেন মাত্র ৬ রান। দলপতি কাপালির ব্যাট থেকে আসে ৩৫ রান। ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেন মানভিনদার বিশলা। ৩৮ রান আসে মাইশুকুরের ব্যাট থেকে।

ভিক্টোরিয়ার দলপতি মনির হোসেন ৯.১ ওভারে ৩৮ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। মাহবুবুল আলম আরও তিনটি উইকেট দখল করেন। দুটি উইকেট পান মইনুল ইসলাম।

২৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়ার ওপেনার উত্তম সরকার ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন। মইনুলের ব্যাট থেকে আসে ৪১ রান। আবু সায়েম করেন ৩৪ রান। ব্যাট হাতে ব্রাদার্সের বিশলা দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতেও নেন তিনটি উইকেট। ফলে, ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২০ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।