ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবিতে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, জুলাই ২৫, ২০১৭
বিসিবিতে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্য নির্ধারণে পাঁচ সদস্যের ‍অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল এখন ঢাকায়। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শেষবারের মতো পর্যাবেক্ষণ করতে এসেছেন তারা।

ঢাকায় পা রেখেই অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান। যেখানে অজি দলের দুই দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ হওয়ার কথা রয়েছে।

তবে জানা যায়, সাম্প্রতিক বৃষ্টিতে প্লাবিত হয়েছে ফতুল্লার মাঠ।

ফতুল্লার স্টেডিয়াম ঘুরে প্রতিনিধি দলটি বেলা সাড়ে ১২ টায় পুলিশ সদর দপ্তর আইজিপি অফিসে যান। সেখানে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয় মিরপুরে আসেন অস্ট্রেলিয়ান পাঁচ সদস্যের দল। আর এখান থেকে বিকেএসপিতে যাওয়ার কথা রয়েছে তাদের। কেননা ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ না হলে সম্ভাব্য বিকেএসপিতেই হতে পারে বলে এর আগে বিসিবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।