ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সাকিবদের হার দিয়ে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৩, আগস্ট ৬, ২০১৭
সাকিবদের হার দিয়ে শুরু ছবি:সংগৃহীত

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াস নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে। বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে ১২ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

সাঙ্গাকারা-সাকিব-সিমন্সদের নিয়ে শক্তিশালী দল নিয়েও হারের মুখ দেখলো জ্যামাইকা। এদিন ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে জ্যামাইকার ইনিংস ১৩০ রানে থামলে এ পরাজয়ের স্বাদ নিতে হয়।

অথচ ইনিংসের প্রথম ওভারে ১৫ রান এনে দিয়ে লেন্ডল সিমন্স ইঙ্গিত দিয়েছিলেন অন্য সুরের। সাঙ্গাকারা প্রথম বলে ফিরে গেলেও বিপর্যয় না বাড়তে দিয়ে ম্যাককার্থিকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে সিমন্সের সাবলীল ব্যাটিং সবই ছেপে গেছে পরাজয়ে।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ রান যোগ করার পর ইমরান খান আক্রমণে এসে ২২ রান করা ম্যাককার্থিকে ফিরিয়ে ভাঙ্গন ধরান জ্যামাইকার ইনিংসে। এরপর বালির বাধের মতো আচমকা জ্যামাইকার ব্যাটিং লাইন আপে নেমে আসে ধস। যে ধসে সাকিব আল হাসান, সিমন্স, জেএ ফো এর উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জ্যামাইকা।

৭৭ রানে ১ উইকেটে থেকে মুহূর্তেই ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি আর এতেই মূলত ম্যাচও থেকে ছিটকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। সিমন্স ৫৩ রান করলেও বাকি ব্যাটসম্যানরা ছিলেন অতিসাধারণ। যার লে তাদের ইনিংস শেষ হয় হার নিয়ে ১৩০ রানে।

বার্বাডোসের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট পান ম্যাচসেরা নির্বাচিত হওয়া হোসেন। আর একটি করে উইকেট শিকারের সন্ধান পান রামপাল ও ওয়াহাব রিয়াজ।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের মাঝপথে ব্যাটিং বিপর্যয়ের পরও শোয়েব মালিকের ৩৩, পার্নেলের ২৫ আর ওয়াহাব রিয়াজের ঝড়ো ২২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের পুঁজি পায় বার্বাডোস।

জ্যামাইকার বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম ও সান্তোকি দু’টি করে উইকেট নেন। তাছাড়া বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান শিকার করেন ডোয়াইন স্মিথের মূল্যবান উইকেটটি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ