ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলী শ্রীলঙ্কাকে উপদেশ দিয়েছেন টিম ইন্ডিয়াকে দেখে শেখার জন্য। তিনি জানান, ভারতের অনেক বড় মাপের পারফরমাররা দল থেকে চলে গেলেও নতুনরা আত্মবিশ্বাস হারায়নি।
ভারতের কাছে টেস্টে শ্রীলঙ্কার হোয়াইটওয়াশকে গাঙ্গুলী সাধারণ বিষয় বলেই মানছেন, ‘টেস্টে শ্রীলঙ্কার পারফরম্যান্স যেভাবে ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, তা দেখে আমি মোটেই অবাক হইনি। দূর্বল দল যদি একবার আত্মবিশ্বাসের তলানিতে চলে যায়, তা হলে তাদের ফিরিয়ে আনা বেশ কঠিন। এই শ্রীলঙ্কার অবস্থাও তাই। ’
ভারতের অন্যতম সফল দলপতি আরও বলেন, ‘প্রথম টেস্টের পরে আরও খারাপের দিকে চলে যায় শ্রীলঙ্কার আত্মবিশ্বাস। শ্রীলঙ্কার মতো একটা বড় দল যখন নিজেদের মাঠে এভাবেই কুপোকাত হয়, তখন তাদের জন্য অজুহাত দেওয়াটা খুব সহজ। ’
গাঙ্গুলী আরও যোগ করেন, ‘কোহলি, পূজারা, রাহুল, রাহানে, রোহিত, অশ্বিন, হার্দিক পান্ডেরা আমাদের দেশের ক্রিকেটে সন্ধিক্ষণের প্রভাব বেশি দিন পড়তেই দেয়নি। তাদের সর্বোচ্চ স্তরের ক্রিকেট খেলার ক্ষুধা ছিল। মনে প্রত্যয় ছিল বলেই তারা আমাদের বুঝতেই দেয়নি ভারতীয় ক্রিকেটের সন্ধিক্ষণ কখন পেরিয়ে গেছে। অথচ, এই শ্রীলঙ্কা দলটার মধ্যেই যথেষ্ট প্রতিভা রয়েছে। কিন্তু লড়াকু মানসিকতা নেই বলেই বারবার মার খাচ্ছে। এই জায়গাটাতেই ওদের উন্নতি করতে হবে। শুধু প্রতিভা দিয়েই ক্রিকেটে সফল হওয়া যায় না। জেতার ইচ্ছে ও সাহসটাও খুব জরুরি। ভারতের বিরুদ্ধে ওদের সিরিজ হারটাকে তারা ভুলে যেতে চাইলে, তা হবে মস্ত বড় ভুল। বরং ভারতীয় ক্রিকেটারদের থেকে তারা কিছু শিখুক। না হলে লঙ্কানদের এই সন্ধিক্ষণ দীর্ঘ হতে থাকবে। ’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তবে, এরপর ঘরের মাঠেই দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছিল।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৭
এমআরপি