আইপিএলের পরবর্তি আসর (২০১৮ সালে) থেকেই মাঠে দেখা যাবে পুরোনো এই ফ্র্যাঞ্চাইজিকে। তার আগে ফ্র্যাঞ্চাইজিটি দলের নাম পরিবর্তনের অনুরোধ জানায়।
আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল রাজস্থান রয়্যালস। ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মালিকানাধীন দলটি। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালে দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ছিল রাজস্থান ও চেন্নাই। দুই দলেরই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে, প্রচারণাও শুরু করে দিয়েছে দুই দল।
দুই বছর আগে দুই ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হওয়ায় নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপার জায়ান্টস ও গুজরাট লায়ন্সকে অন্তর্ভূক্ত করা হয়। চেন্নাই ও রাজস্থান ফেরায় পরের আসরে আর দেখা যাবে না পুনে ও গুজরাটকে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৭
এমআরপি