ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্ট্রেলিয়াকে ২-০ তে সিরিজ হারাতে স্বাগতিক বাংলাদেশ দলের অনেকেই প্রত্যয় ব্যক্ত করেছেন। হেড কোচ হাথুরুসিংহের পাশাপাশি সাকিব, তামিম এমনকি অধিনায়ক মুশফিকুর রহিমও বলেছেন ওদের হারানো সম্ভব। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নতো বটেই, বিশ্ব ক্রিকেটে সব সময়ের শক্তিশালী দলের নাম অস্ট্রেলিয়া।
তাদের ২-০ তে সিরিজ হারানো সে তো সহজ কাজ নয়। তারপরেও যখন প্রতিপক্ষ দলের কেউ দৃঢ় কণ্ঠে বলেন, তাদের হারানো সম্ভব সেটা নিশ্চয়ই এমনি এমনি না।
অস্ট্রেলিয়াকে হারানোর মতো পর্যাপ্ত রসদ আছে বলেই হয়তো। বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমও তাই বললেন। তার গুরু এবং সতীর্থরা অজি বধে যে হুঙ্কার দিয়ে রেখেছেন তা এমনি এমনি নয়, ‘আপনারা সবাই জানেন, শেষ সিরিজ এবং শেষ দুই বছরে আমরা হোম কন্ডিশনে কতুটুক ধারাবাহিক ক্রিকেট খেলেছি। আমার মনে হয় সবাই সেই বিশ্বাস থেকেই বলেছে যে সিরিজ জেতা সম্ভব। আর বলার জন্য বলা নয়। আমাদের সেই বিশ্বাস আছে, পর্যাপ্ত রিসোর্স আছে এবং যথেষ্ট খেলোয়াড় আছে যারা যে কোনো সময়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ’
দল নিয়ে মুশফিকের এমন বলাটা যুক্তিহীন নয়। কেননা এক সময় আন্ডারডগ হয়ে মাঠে নামা বাংলাদেশ কালের পরিক্রমায় ফেভারিট হয়েই মাঠে নামে। নিজেতো বটেই সাকিব, তামিম, ইমরুল, মিরাজ, মোস্তাফিজদের মতো সতীর্থরা আজ সবাই হয়ে উঠেছেন দলের নির্ভরতার প্রতীক। সবারই সামর্থ আছে যে কোনো সময় দলের ভাগ্য বদলে দেয়ার। মুশফিক যোগ করেন, ‘আপনার যখন ছয়-সাতজন পারফর্মার থাকবে তখন অনেক বাজে পজিশন থেকেও দলকে উঠিয়ে আনতে পারবে। আমার প্লেয়ারদের নিয়ে সেই আত্মবিশ্বাসটি আমার আছে। ’
এমন আত্মবিশ্বাসের বলে বলীয়ান হয়েই ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছিল টাইগাররা, নিজেদের শততম টেস্টে জয় এসেছিল শ্রীলঙ্কার মাটিতে। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার পালা।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।