ব্যক্তিগত ৮৪ রানে দিনের দ্বিতীয় সেশনে স্মিথের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলনে ফেরান সাকিবকে।
তাই খুব কাছে গিয়েও না পাওয়া সেঞ্চুরিটির জন্য আক্ষেপ করলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার, ‘আক্ষেপ থাকবে।
রোববার (২৭ আগস্ট) ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এই টাইগার অলরাউন্ডার সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা হাতছাড়া হওয়ায় এমন আক্ষেপ করেন।
এসময় সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে নিজেদের ব্যাটিং নিয়ে কথা বলেন সাকিব। জানান, কন্ডিশন ও স্মিথদের বোলিং বিবেচনায় ম্যাচের আগে থেকেই তাদের লক্ষ্য ছিল নূণ্যতম ২৫০ রান, ‘আমাদের সব সময়ই লক্ষ্য ছিল যেন আমরা ২৫০ রান করতে পারি। সেটা আমরা করতে পেরেছি। ’
একই সময় জানিয়ে রাখলেন দ্বিতীয় দিনের পরিকল্পনাও, ‘কাল পরিকল্পনা থাকবে ভালো জায়গায় বোলিং করা। উইকেট পাওয়া না পাওয়া ভাগ্যের উপরে। ভালো জায়গায় বল করাটা আমাদের নিয়ন্ত্রণে আছে। চেষ্টা করবো সেটাই অব্যাহত রাখতে। ’
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি