ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

দর্শকদের বিক্ষোভে ঘুমিয়ে পড়েন ধোনি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৯, আগস্ট ২৮, ২০১৭
দর্শকদের বিক্ষোভে ঘুমিয়ে পড়েন ধোনি! ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তৃতীয় ওয়ানডে ম্যাচে দর্শক বিক্ষোভে খেলা বন্ধ হয়ে যায়। তবে আবারও শুরু হয়ে শেষ পর্যন্ত ভারত ছয় উইকেটে ম্যাচ জিতে সিরিজও জিতে নেয়।

ম্যাচটি জিততে ভারতের যখন আর মাত্র আট রান বাকি। শ্রীলঙ্কা সিরিজ হারের মুখে।

তখন পাল্লেকেলের গ্যালারির একাংশ থেকে মাঠে ঝাঁকে ঝাঁকে বোতল, কাগজের টুকরো পড়তে শুরু করে। টিভি ক্যামেরা গ্যালারির দিকে ঘোরানো হলে দেখা যায়, দর্শকরা চিৎকার শুরু করে দিয়েছেন।

উত্তেজিত সমর্থকদের নিয়ন্ত্রণ করতে মাঠে একঝাঁক কমান্ডো নামানো হয়। এ দিকে মাঠে তখন অপেক্ষারত ক্রিকেটাররাও হতাশ। এই অশান্তির মধ্যেই অবশ্য অপরাজিত ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠেই ঘুমোতে দেখা যায়! উপুর হয়ে চোখ বুজে শুয়ে বিশ্রাম নেন তিনি।

এর পরেই ক্রিকেটাররা একে অপরের হাত মিলিয়ে মাঠের বাইরে চলে যান। তবে কিছুক্ষণের মধ্যেই আবার মাঠে ফিরেও আসেন তারা। ততক্ষণে গ্যালারি অনেক ফাঁকা হয়ে যায়। প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকার পরে আবার শুরু হয়।  

কয়েক দিন আগেই শ্রীলঙ্কার টিম বাস ঘিরে ধরেছিলেন ক্ষুব্ধ সমর্থকেরা। এবার তাদের প্রিয় দলের হারের মুখে গ্যালারিতে আবারও ভিন্ন গর্জন।

এদিন টসে জেতা লঙ্কানরা প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে। সর্বোচ্চ ৮০ রান করে লাহিরু থিরিমান্নে। জাসপ্রিত বুমরাহ নেন পাঁচ উইকেট। জবাবে রোহিত শর্মার অপরাজিত সেঞ্চুরিতে (১২৪) ৪৫.১ ওভারেই জয় তুলে নেয় ভারত।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।