ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দেখে ছাড়বে অস্ট্রেলিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
শেষ দেখে ছাড়বে অস্ট্রেলিয়া ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুর টেস্টের প্রথম ইনিংস শেষে বাংলাদেশের থেকে পিছিয়ে অস্ট্রেলিয়া। মাত্রই শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। হাতে আছে আরও তিন দিন, টাইগারদের লিড ৮৮ রান, হাতে ৯ উইকেট। তাই এখনই হাল ছাড়তে ছাইছেন না অজিদের স্পিন অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার। লড়তে চাইছেন শেষ পর্যন্ত।

সোমবার (২৮ আগস্ট) ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ইতিবাচক। এই উইকেটে লড়াই করার মতো ক্ষমতা আমাদের আছে।

যেহেতু বল ভালো টার্ন পাচ্ছে তাই আমরা আশা করতেই পারি। কেননা আমাদের দলেও কোয়ালিটি স্পিনাররা আছে। আমি বিশ্বাস করি আগামীকাল আমরা বাংলাদেশকে কঠিন সময় উপহার দিতে সমর্থ হব। ’

এসময় স্বাগতিকদের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করে অ্যাগার আরও বলেন, ‘আমার মনে হয় যে কোনো পরিস্থিতি উৎরে যাওয়ার সামর্থ্য আমাদের আছে। কাল আমরা ওদের দ্রুতই অলআউট করার চেষ্টা করবো। ’

তবে, কাজটি যে মোটেই সহজ কিছু নয় মানছেন অ্যাগার, ‘কাজটি সহজ হবে না। যে কোনো লিডই প্রতিদ্বন্দ্বিতামূলক। কিন্তু আমি নিশ্চিত আমাদের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ঠিকই লড়াইয়ে ফিরবে। ’

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।