তামিমের সাথে ব্যাট হাতে দিনের শুরুটা ভালোই করেছিলেন নাইটওয়াচম্যান তাইজুল। কিছুটা রক্ষণাত্মক আবার কিছুটা আক্রমনাত্মক ঢঙে কামিন্স, লায়নদের বল মোকাবেলা করে যাচ্ছিলেন।
তবে তাইজুল ফিরে গেলেও লায়ন, অ্যাগার ঘূর্ণিকে থোরাই কেয়ার করে উইকেটে টিকে থাকেন তামিম। দারণ টেস্ট মেজাজে খেলে যাচ্ছেন এই টাইগার ওপেনার। যদিও দিনের শুরুটা আক্রমনাত্মকই করেছিলেন। প্যাট কামিন্সের ওভারের প্রথম ও চতুর্থ বলটি বাউন্ডারিতে ঠেলে দিয়ে দলকে এনে দিয়েছিলেন ৫০ রানের সংগ্রহ।
কিন্তু শুধুই দলকে অর্ধশতক এনে দিয়ে ক্ষান্ত থাকেননি এই ড্যাশিং ব্যাটসম্যান। করেছেন নিজেরটিও। ৩৪তম ওভারে অ্যাস্টন অ্যাগারের দ্বিতীয় বলটি ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে তুলে নেন ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি। এদিন ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরি পূরণ করেন ওপেনার তামিম ইকবাল। এরই সঙ্গে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সমান ২৪টি হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়লেন তিনি। ১১২ বলে ছয়টি চারের সাহায্যে হাফসেঞ্চুরি করেন তামিম। চলতি টেস্টেই ব্যাক টু ব্যাক ফিফটির দেখা পেলেন এ তারকা।
অর্ধশকতকটি সংগ্রহ করতে অবশ্য তেমন ঝুঁকিপূর্ণ কোন শটের আশ্রয় তাকে নিতে হয়নি। তবে ২৮তম ওভারে কামিন্সের দ্বিতীয় ডেলিভারিটি তার প্যাডে লাগলে এলবির জোর আবেদন উঠে। কিন্তু বলের উচ্চতা বেশি থাকায় বেঁচে যান তামিম।
ওই যাত্রার বেঁচে যাওয়া তামিমের ব্যাটেই এখন স্বপ্ন দেখছে লাল-সবুজের দল। আর সেই স্বপ্নের পালে জোর হাওয়া লাগাতে তার সাথে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বেশ দৃঢ় ব্যাটিংয়ে দিনের প্রথম সেশনে দলকে ১৩৩ রানের সংগ্রহ এনে দিয়ে এবং ১৭৬ রানে এগিয়ে থেকে গেছেন মধ্যাহ্ন বিরতিতে।
তামিম অপরাজিত আছেন ৭৬ রানে ও মুশফিক ২৫ রানে। মুশফিকের আগে তৃতীয় উইকেটে তামিমের সাথে যোগ দিয়েছিলেন ইমরুল। কিন্তু স্বপ্নের ইনিংসের সারথী হতে পারেননি। নাথান লায়নের ঘূর্ণিতে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ২ রানে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস