ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ ও’কিফের শরণাপন্ন দিশেহারা অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
নিষিদ্ধ ও’কিফের শরণাপন্ন দিশেহারা অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল স্টিভ ও’কিফকে। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাতাল হয়ে উল্টোপাল্টা আচরণ করেছিলেন এই স্পিনার। ফলে, রাজ্য দল নিউ সাউথ ওয়েলস তাকে চলতি মৌসুমে নিষিদ্ধ করেছে ঘরোয়া ক্রিকেট থেকে। অথচ সেই ও’কিফের দ্বারস্থ হতে হলো দিশেহারা অস্ট্রেলিয়াকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ওই ঘটনায় ও’কিফকে জরিমানা করেছিল ২০ হাজার ডলার। যার ক্যারিয়ার ছিল দিশেহারা, সেই ও’কিফকে চট্টগ্রাম টেস্টের আগে উড়িয়ে আনতে যাচ্ছে টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হেরে বর্তমানে দিশেহারা অস্ট্রেলিয়া।

মিরপুরে স্পিনারদের রাজত্ব দেখেছে বিশ্ব ক্রিকেট। দুই দলের ৪০টি উইকেটের ৩৪টিই স্পিনারদের দখলে। এক অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স দুই ইনিংসে নিয়েছেন ৪টি উইকেট। স্বাগতিক বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজ আর শফিউল কোনো উইকেটই পাননি। উসমান খাজা আর মুশফিক রান আউটের ফাঁদে পড়েন একবার করে।

চোট পাওয়া জস হ্যাজেলউডের বদলি হিসেবে ও’কিফ আসছেন বাংলাদেশে। সাইড স্ট্রেইনের কারণে মিরপুর টেস্ট শেষে দেশে ফিরে যাচ্ছেন হ্যাজেলউডঅ

চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচ থেকে বাঁচতে তাই বাড়তি একজন স্পিনার ডেকে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে উড়ে আসছেন বাঁহাতি স্পিনার ৩২ বছর বয়সী ও’কিফ। এশিয়ার মাটিতে গত ভারত সিরিজে একমাত্র টেস্ট জয়ের নায়ক ছিলেন বর্তমানে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ও’কিফ। গত ফেব্রুয়ারিতে ভারত সফরে পুনে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৭০ রানে ১২ উইকেট নিয়ে দারুণ জয় এনে দেন বাঁহাতি এই স্পিনার। সিরিজে নেন ১৯ উইকেট।

ফলে, চট্টগ্রাম টেস্টের আগে নাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসনের সঙ্গে স্কোয়াডে চতুর্থ স্পিনার হিসেবে থাকছেন ও’কিফ।

আগামী ৪ সেপ্টেম্বর টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। যার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলে ধরে নেওয়া ছিল স্বাভাবিক ব্যাপার, সেই ও’কিফ কি পারবেন দলের প্রয়োজনে সাকিব-তামিম-মুশফিক-ইমরুল-সৌম্য-সাব্বির-মেহেদি-নাসিরদের বেঁধে রাখতে? নিজেদের মাটিতে একদিকে উড়ন্ত বাংলাদেশ, অপরদিকে দিকভ্রান্ত অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।