প্রথমে ব্যাট করা জ্যামাইকা নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। জবাবে ১৭.৫ ওভারে ১১৬ রান করতেই সবকটি উইকেট হারায় গেইলের সেন্ট কিটস।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার ও অধিনায়ক ক্রিস গেইল শূন্য রানে বিদায় নেন। তবে সর্বোচ্চ ৪০ রান আসে আরেক ওপেনার এভিন লিউইসের ব্যাট থেকে। তবে মোহাম্মদ হাফিজের ২১ ছাড়া আর কেউ ভালো স্কোর করতে পারেননি।
জ্যামাইকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ওশান থমাস ও ক্রিসমার সান্তোকি। দুটি উইকেট পান মোহাম্মদ সামি। কেসরিক উইলিয়ামস নেন একটি। বাংলাদেশি তারকা মাহমুদউল্লাহ রিয়াদ কোনো উইকেট না পেলেও চার ওভার বল করে মাত্র ১৮ রান দেন।
টসে হেরে এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক কুমার সাঙ্গাকারার ব্যাটে ভর করে দেড়শ রান ছাড়ায় জ্যামাইকা। লঙ্কান কিংবদন্তি করেন ৫৫ বলে ৬৯। ছিলো তিনটি ছক্কা ও চারটি চারের মার। ব্যাটের সুযোগ পাননি মাহমুদউল্লাহ।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এমএমএস