ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মাশরাফির কাছে মায়ের চাওয়া একটাই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, সেপ্টেম্বর ১, ২০১৭
মাশরাফির কাছে মায়ের চাওয়া একটাই  মাশরাফির কাছে মায়ের চাওয়া একটাই 

নড়াইল: দেশের মানুষ মাশরাফিকে যে ভালোবাসা দিয়েছে, আল্লাহ যতদিন তাকে (মাশরাফি) বাঁচিয়ে রাখে ততদিন যেনো সে মানুষের এ ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে, এটাই মাশরাফির কাছে তার মায়ের চাওয়া। 

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে বাংলানিউজের কাছে এভাবেই বলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার মা হামিদা মর্তুজা বলাকা।  
 
মমতাময়ী এ মা বলেন, অস্ট্রেলিয়াকে হারানোর নায়ক আমাদের সাকিব।

সাকিবসহ দলের সবাইকে ধন্যবাদ। অবশ্যই এটা আমাদের জন্য গর্বের বিষয়। অস্ট্রেলিয়াকে হারানো একটা কঠিন কাজ। আর সেই কাজটাই করতে পেরেছে সাকিবরা।

আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটেও ভালো করবে টাইগাররা। দেশের সব ক্রিকেটপ্রেমী মানুষ আগামী ২০১৯ সালের বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন। ইনশাল্লাহ আগামী বিশ্বকাপে আমাদের ছেলেরা দেশকে ভালো কিছু উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মাশরাফির সাফল্যে কেমন লাগে? এমন প্রশ্নের জবাবে এ রত্নগর্ভা বলেন, সন্তান যখন ভালো কিছু করে তখন প্রতিটা মায়েরই ভালো লাগে। মাশরাফির ক্ষেত্রে আমারও তাই। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, মাশরাফিরা যেন সবসময় অনেক ভালো খেলতে পারে। দেশকে অনেক ভালো কিছু উপহার দিতে পারে।

দেশবাসীর কাছে এসময় মাশরাফিসহ দলের সব খেলোয়াড়দের জন্য দোয়া কামনা করেন তিনি।

** মাকে উপহার দেয়া ‘স্বপ্নের বাড়ি’তে ঈদ করবেন মাশরাফি 

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ