অন্যরা যেখানে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের পরিকল্পনা নিয়ে ব্যস্ত টাইগাররা।
একদিন পর সোমবারই (০৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে অজিদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ও শেষ টেস্ট।
টাইগারদের মধ্যে এরআগেও পরিবার ছেড়ে ঈদ উদযাপন করেছেন ব্যাটিং অলরাউন্ডার নাসির হোসেন। কখনও ওয়েস্ট ইন্ডিজ কখনও এ চট্টগ্রামেই ঈদ উদযাপন করেছেন তিনি। তাই পরিবারের ছেড়ে ঈদ উদযাপেনের হাতে খড়িটা অনেক আগেই পেয়ে গেছেন তিনি। কিন্তু তারপরেও এ ঈদে পরিবারকে মিস করছেন তিনি।
শনিবার (০২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে একথাই জানালেন নাসির হোসেন।
তিনি বলেন- ‘এটা সত্যি যে, ঈদে আমি পরিবারকে মিস করছি। এর আগেও আমি বাইরে ঈদ করেছি, ওয়েস্ট ইন্ডিজে, চিটাগংয়েও ঈদ করেছি। ’ একজন পেশাদার খেলোয়াড় হিসেবে বিষয়টি আমার কাছে নতুন নয়। অবশ্যই খারাপ লাগছে। তবে মেনে নিতেই হবে। ’
এদিকে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন স্টিভ ও'কিফকে। পেসার জশ হ্যাজেলউড সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন। সেখনেই জায়গা পেয়েছেন স্টিভ ও'কিফকে।
শেষ টেস্টকে সামনে রেখে শনিবার জহুর আহমেদে দলের সঙ্গে অনুশীলনও করেছেন ও’কিফ।
স্পিনের মোক্ষম জবাব দিতে টাইগার ব্যাটসম্যানেরা প্রস্তুত জানিয়ে নাসির বলেন, ‘একজন বোলার যদি ভালো জায়গায় বল করে সে যেই হোক না কেন একজন ব্যাটসম্যানের জন্য সেটা ভালো বল। একইভাবে একজন নামকরা বোলার যদি খারাপ জায়গায় বল করে এটা খারাপ। আসলে এসব নিয়ে চিন্তা করার কিছুই নেই। আমাদের দলে ভালো খেলোয়াড় আছে। ’
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এইচএল/ওএইচ/