প্রস্তুতি ম্যাচের পাশাপাশি অজিদের হারের কারণ হিসেবে তিনি আরও দাঁড় করিয়েছেন, চলতি সিরিজের আগে কোন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার বিষয়টিকে। কেননা নতুন মৌসুমের পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।
তবে চ্যাপেলের কথার সাথে ঠিক যেন একমত পোষণ করতে পারলেন না অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। রোববার (৩ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ মাধ্যমকে বললেন, নিজেদের অসাধারণ পারফরম্যান্স দেখিয়েই ঢাকা টেস্টে স্বাগতিকরা জিতেছে।
‘প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে অবশ্যই ভালো হতো। তবে সেটিকে আমি অযুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমরা নিজেদের কাজ ঠিকমতো করতে পারিনি, যতটা ভালো খেলতে পারতাম, ততটা পারিনি। বাংলাদেশ আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে। ’
আর এরফলে যেটা হয়েছে সিরিজ হারের শঙ্কা দলটিতে ভর করেছে। তবে ওই লাইনে হাঁটতে চাইছেন না এই স্মিথ, ‘স্কোরলাইন যেটাই হোক, আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই চাপের। আমরা ১-০ তে পিছিয়ে আছি, সমতায় শেষ করতে হলে জিততেই হবে। সেটা করতে হলে গত সপ্তাহের চেয়ে অনেক ভালো খেলতে হবে আমাদের। গত ম্যাচে যেভাবে খেলেছে, তাতে বাংলাদেশ অবশ্যই আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে। আমাদের অনেক ভালো খেলতে হবে। ’
সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় গড়াবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। গত ৩০ আগস্ট ঢাকা টেস্টে ২০ রানের ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম