ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে: স্মিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
বাংলাদেশ আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে: স্মিথ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে লেখা এক কলামে অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার ইয়ান চ্যাপেল বলেছেন, ‘সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেনি বলেই প্রথম টেস্টে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া হেরেছে।’ হয়তো সবাই জানেন তারপরেও আবার বলছি, মাঠ অনুপযোগী থাকায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের একমাত্রটি ম্যাচটি মাঠে গড়ায়নি।

প্রস্তুতি ম্যাচের পাশাপাশি অজিদের হারের কারণ হিসেবে তিনি আরও দাঁড় করিয়েছেন, চলতি সিরিজের আগে  কোন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার বিষয়টিকে। কেননা নতুন মৌসুমের পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।

এর আগে দলটির ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরও ভেস্তে গেছে। তাই হারের কারণ হিসেবে চ্যাপেল এ বিষয়গুলোকেই সামনে এনেছেন।

তবে চ্যাপেলের কথার সাথে ঠিক যেন একমত পোষণ করতে পারলেন না অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। রোববার (৩ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ মাধ্যমকে বললেন, নিজেদের অসাধারণ পারফরম্যান্স দেখিয়েই ঢাকা টেস্টে স্বাগতিকরা জিতেছে।

‘প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে অবশ্যই ভালো হতো। তবে সেটিকে আমি অযুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমরা নিজেদের কাজ ঠিকমতো করতে পারিনি, যতটা ভালো খেলতে পারতাম, ততটা পারিনি। বাংলাদেশ আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে। ’

আর এরফলে যেটা হয়েছে সিরিজ হারের শঙ্কা দলটিতে ভর করেছে। তবে ওই লাইনে হাঁটতে চাইছেন না এই স্মিথ, ‘স্কোরলাইন যেটাই হোক, আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই চাপের। আমরা ১-০ তে পিছিয়ে আছি, সমতায় শেষ করতে হলে জিততেই হবে। সেটা করতে হলে গত সপ্তাহের চেয়ে অনেক ভালো খেলতে হবে আমাদের। গত ম্যাচে যেভাবে খেলেছে, তাতে বাংলাদেশ অবশ্যই আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে। আমাদের অনেক ভালো খেলতে হবে। ’

সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় গড়াবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। গত ৩০ আগস্ট ঢাকা টেস্টে ২০ রানের ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।