ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

৯ সেপ্টেম্বর দল ঘোষণা, ফিরতে পারেন রুবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, সেপ্টেম্বর ৭, ২০১৭
৯ সেপ্টেম্বর দল ঘোষণা, ফিরতে পারেন রুবেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ। ১-১ সমতায় শেষ হয়েছে বহুল আলোচিত এই সিরিজটি। এবার টাইগারদের সামনে দক্ষিণ আফ্রিকার মিশন।

আগামী ০৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আরও জানানো হয়, ঘোষিত দলে থাকতে পারেন টাইগারদের পেসার রুবেল হোসেন।

৭৭টি ওয়ানডে আর ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রুবেল বাংলাদেশের হয়ে সাদা পোশাকে খেলেছেন ২৪টি ম্যাচ। দেশের গতিময় এই তারকা সাদা পোশাকে ৪১ ইনিংসে নিয়েছেন ৩২ উইকেট। ইনিংসে ৫ উইকেট আছে একবার।

৭৭ ওয়ানডেতে ৯৩ উইকেট নেওয়া রুবেল ১৪ টি-টোয়েন্টিতে নিয়েছেন ম্যাচের সমান উইকেট। চলতি বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ দেখা গিয়েছিল রুবেলকে।

আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ২০০৯ সালে অভিষেক ঘটে রুবেলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে সবশেষ টেস্ট খেলেছিলেন রুবেল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ খেলার পর থেকে টেস্টে সুযোগ হয়নি মাঠে নামার।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।