ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট বিরতির অবসর নিয়ে সাকিবের ভাবনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
টেস্ট বিরতির অবসর নিয়ে সাকিবের ভাবনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব টেস্ট থেকে বিশ্রাম চেয়েছিলেন ৬ মাসের, বোর্ড থেকে পেয়েছেন একটি টেস্ট সিরিজে। সেটা নিয়ে চলছে তোলপাড়। ইতোমধ্যে সাকিব সেসবের উত্তর দিয়েছেন। কিন্তু, টেস্ট বিরতির অবসরে কি করবেন সাকিব?

বনানীর নিজ বাসায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাকিব সাংবাদিকদের অনেক কথাই জানিয়েছেন। সেখানে জানিয়েছেন অবসর কিংবা বিশ্রামটা তার কেন দরকার।

দুই ম্যাচের টেস্ট বিরতি সাকিবের জন্য অনেক কাজে লাগবে বলে জানালেন তিনি। তিনি জানান, ‘দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্টের পরও যদি যাই, তাতেও কিন্তু আমি প্রায় এক মাসের একটি বিরতি পেয়ে যাচ্ছি। এরকম বিরতি আমি গত ৩-৪ বছরে পাইনি। আমার জন্য এটি অনেক বড় বিরতি হবে বলে মনে করি। আমি বিসিবিকে ধন্যবাদ জানাই যে তারা আমার ব্যাপারটি বুঝতে পেরেছেন। ’

স্ত্রী শিশিরের সঙ্গে সাকিব- ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)মুশফিক-তামিমদের সাথে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না সাকিব। আগামী ১৫ অক্টোবর থেকে সেখানে শুরু হবে ওয়ানডে সিরিজ। মাঝের এই অবসরে কি করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘জানি না কিভাবে সময় কাটাবো। তবে, পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাবো, ঘুরতে যাবো..। মাঝেমধ্যে ক্রিকেট থেকে বাইরে থাকা খুবই জরুরি। এবার চেষ্টা থাকবে যত বেশি বাইরে থাকতে পারি। ’

কিন্তু, পরিবার-বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই শুধু সময় শেষ করবেন না সাকিব, ‘দক্ষিণ আফ্রিকায় যেহেতু ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে, সেটির প্রস্তুতিও শুরু করব। কয়েক দিন পর থেকেই আমি প্রস্তুতি নেওয়া শুরু করব। ’

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।