ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজে জায়গা হারালেন স্টোকস, তবে..

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
অ্যাশেজে জায়গা হারালেন স্টোকস, তবে.. অ্যাশেজে জায়গা হারালেন স্টোকস, তবে..-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের আসছে অ্যাশেজ সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন না অলরাউন্ডার বেন স্টোকস। তবে দলের সহ-অধিনায়ককে অবশ্য পাঁচ ম্যাচের এ সিরিজ থেকে পুরোপুরি ছেঁটে ফেলা হয়নি। ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করা ১৬ সদস্যের দল থেকে স্টোকসকে সরিয়ে রাখেন বোর্ড ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলে নাইট ক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। পরে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করার পর ছেড়েও দেয়।

কিন্তু এ ব্যাপারে এখনও তদন্ত চলছে। ফলে তদন্তের কারণেই তাকে আপাতত দলে নেওয়া হয়নি।

স্টোকসের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ফাস্ট বোলার স্টিভেন ফিনকে। ২৮ বছর বয়সী ফিন ঘরোয়া দল মিডলসেক্সের হয়ে খেলেন।  

স্টোকস এর আগে বেশ কয়েকবার তার বাজে আচরণের কারণে সমালোচিত হয়েছিলেন। তবে এবারের ঘটনাটি আগের সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। তাকে ও তার সঙ্গে থাকা সেদিনকার ঘটনায় আরেক ক্রিকেটার অ্যালেক্স হেলসকে ইতোমধ্যে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।