ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমার অধিনায়ক মুশফিকই: তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
আমার অধিনায়ক মুশফিকই: তামিম তামিম-মুশফিক-মাশরাফি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাজেভাবে হেরে প্রশ্ন উঠেছে মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়ে। গুঞ্জন উঠেছিল ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে, মুশফিক জানিয়েছেন, নিজে থেকে সরে দাঁড়াবেন না, বোর্ড চাইলে তাকে সরিয়ে দিতে পারে। আর বোর্ডের সেই সিদ্ধান্ত মেনে নেবেন তিনি।

এদিকে, মুশফিকের সমালোচনা করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে, এতো আলোচনা-সমালোচনাতে কান দেননি টেস্টের সহকারী অধিনায়ক তামিম ইকবাল।

সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমার অধিনায়ক মুশফিকই’।

মূলত মুশফিকের সমলোচনার সূত্রপাত হয়েছিল পচেফস্ট্রুমে টসে জিতে ব্যাটিং পিচে ফিল্ডিং নেওয়াতে। আরও সমালোচনা হয় দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিং নেওয়াতে। সংবাদ মাধ্যমে তিনি প্রকাশ্যে বলেছিলেন, ‘প্রথম ম্যাচে আমরা উইকেট বুঝতে পারিনি। বোলাররা জাতীয় দলে খেলার মতো স্কিল রাখে, অথচ অভিজ্ঞতার অযুহাত দেখাতে হয়। তারা উইকেট নিতে না পারলেও বল লাইনে রাখতে পারছে না। ’ তিনি আরও জানান, ‘আর এমনই যদি হয় তাহলে তো টস জেতাটাই ভুল হয়ে গেছে। কিছু প্রাপ্তি থাকলে সেটা হয় টিম ম্যানেজমেন্টের। আর কিছু না পেলে তার সব দোষ পড়ে অধিনায়কের ঘাড়ে। ’ মুশফিক যোগ করেন, ‘টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে আমাকে বোলারদের থেকে দূরে ফিল্ডিং করতে হয়েছে। ম্যানেজমেন্টের মনে হয়েছে আমার হাত থেকে ক্যাচ ফসকে যায়, রান বের হয়ে যায়। ’

মুশফিকের ডেপুটি তামিম জানালেন, ‘এ মুহূর্তে আমার অধিনায়ক মুশফিকুর রহিম। তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। যত দিন না বোর্ড তাকে এই দায়িত্ব থেকে না সরায়, তত দিন এই সমর্থন থাকবে। শুধু আমার নয়, দলের বাকি ২৪ জনের সমর্থনও থাকবে। কারণ সে আমাদের নেতা। বোর্ড যদি সিদ্ধান্ত নেয় মুশফিক সঠিক ব্যক্তি নয়, অন্য কাউকে দায়িত্ব দেবে, তাহলে সেটা তখন দেখা যাবে। ’

তামিম আরো যোগ করেন, ‘টসে জিতে ফিল্ডিং করা অবশ্যই দলের সিদ্ধান্ত। এটা কোন সময় কারো একার হতে পারে ন। কোচ, অধিনায়ক, সহ-অধিনায়ক, সবারই মতামত থাকে এতে। আগের টেস্টের চিত্র দুই-একটা হয়ত ভিন্ন ছিল, কিন্তু এই টেস্টে আমাদের চিন্তা পরিষ্কার ছিল। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে টসে জিতলে বোলিং নিব। অধিনায়ক যে-ই- হোক, দিনশেষে আমরা সবাই তো মানুষ। ভুল হতেই পারে। পচেফস্ট্রুমে বলতে পারেন ভুল সিদ্ধান্ত ছিল। ওখানে আগে ব্যাটিং করলে হয়ত ভালো হতো। তবে আবারও বলছি, সেটি অধিনায়কের একার সিদ্ধান্ত ছিল না। সবাই একমত হয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুশফিক যেহেতু অধিনায়ক, তার ঘাড়ে দোষ চাপানো সহজ। দোষটা আসলে আমাদের ২৪-২৫ জনের উপরই আসা উচিত। ’

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।