তবে, এবারের ওয়ানডে সিরিজটিও বাংলাদেশের জন্য কঠিন হতে চলেছে। ঘরের মাঠে প্রতিশোধ নিতে চাইবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ১৫ অক্টোবর। এর আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ হবে আগামী বৃহস্পতিবার। যেখানে মুশফিক-সাকিব-মাশরাফি-মোস্তাফিজদের প্রতিপক্ষ দেশটির আমন্ত্রিত একাদশ। আর সেই দলের নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। দলটিতে খেলবেন এবিডি ভিলিয়ার্স।
দুই টেস্টের কোনোটিতেই মুশফিকরা পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দ্বিতীয় টেস্টে তামিমকেও পাননি মুশফিক। ইনজুরি নিয়ে খেলেছেন ইমরুল কায়েস। টেস্টে খর্বশক্তির দল হলেও ওয়াডেতে পূর্ণশক্তির দল পাচ্ছে টাইগাররা। ম্যানগাউং ওভালে বাংলাদেশ অনুশীলন শুরু করে দিয়েছে। পরে গিয়ে দলের সাথে যোগ দিয়েছেন মাশরাফি, সাকিব, নাসির ও সাইফ উদ্দিন।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বাংলাদেশ হেরেছে বিশাল ব্যবধানে। টেস্টের এই দুঃসহ স্মৃতিটা ভুলে ওয়ানডেতে নতুন শুরুর প্রতীক্ষায় টাইগাররা।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এমআরপি