দুবাই টেস্টের প্রথম থেকেই পুরো নাটকে ভরা ছিল ম্যাচটি। যেখানে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাহাড়সম রান হলেও দ্বিতীয় ইনিংসে ধস নামে।
এর আগে ম্যাচের চতুর্থ দিন সফরকারী লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৬ রানেই সবকটি উইকেট খোয়ায়। অথচ প্রথম ইনিংসে ৪৮২ রান করেছিল দলটি। পাকিস্তান প্রথম ইনিংসে ২৬২ রান তোলে। তাতে, পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩১৭ রান। তবে জয়ের লক্ষ্যে নেমে বিপাকে পড়ে পাকিস্তানও। দলীয় ৫২ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তবে ষষ্ঠ উইকেট জুটিতে হাল ধরেন আসাদ শফিক ও অধিনায়ক সরফরাজ আহমেদ।
পঞ্চম দিন ব্যাটিংয়ে নেমে দলপতি সরফরাজ ব্যক্তিগত ৬৮ রানে বিদায় নেন। মোহাম্মদ আমিরও (৪) সুবিধা করতে পারেননি। তবে, সেঞ্চুরি হাঁকান আসাদ শফিক। ১৭৬ বলে ১০টি চারের সাহায্যে তিনি ১১২ রানের ইনিংস সাজান।
এর আগে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়। দলের হয়ে কেউ ৩০ রান পর্যন্ত করতে পারেনি। পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ সর্বোচ্চ চার উইকেট তুলে নেন। হারিস সোহেন পান তিন উইকেট। প্রথম ইনিংসে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ১৯৬ রান করেন। পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ একাই ৬ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে লঙ্কান বোলার দিলরুয়ান পেরেরা ৫টি উইকেট দখল করেন।
আবুধাবিতে প্রথম টেস্টের শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছিল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে দিনেশ চান্দিমালের দলটির জয় ছিল ২১ রানের ব্যবধানে। লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ সেই ম্যাচে তুলে নেন ১১টি উইকেট।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এমআরপি