শুক্রবার (১৩ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা।
রাজীব গান্ধী স্টেডিয়াম ঘিরে ১৮০০ নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে রয়েছে আধাসামরিক বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করবেন পুলিশ কমিশনার মাহেশ ভাগওয়াত।
বিভিন্ন পুলিশ উইং, ট্রফিক, আইন-শৃঙ্ক্ষলা, নারীদের নিরাপত্তায় বিশেষ টিম ও দু’টি অগ্নিনির্বাপক স্কোয়াড নিযুক্ত থাকবে বলে তিনি নিশ্চিত করেন। স্টেডিয়ামের বিভিন্ন পয়েন্টে ৫৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে তা নিরবিচ্ছিন্নভাবে নজরদারি করা হবে। কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত বোম্ব স্কোয়াড।
ল্যাপটপ, ক্যামেরা, দূরবীক্ষণ যন্ত্র, ব্যাগ, ব্যানার, সিগারেট, লাইটার, ম্যাচবক্স (দেশলাই), কয়েন, হেলমেট, পানির বোতল, ধাতব বস্তু ও কলম নিয়ে স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
পুলিশের একটি বিশেষ দল খেলোয়াড়দের বহনকারী গাড়ির নিরাপত্ত দেবে। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের চারপাশের রাস্তায় গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৭
এমআরএম