বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাস জোগাচ্ছে তামিম ইকবালের একাদশে ফেরা। পেশীর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে মিস করেন দেশসেরা ওপেনার।
কিম্বার্লিতে মুশফিকুর রহিমের অপরাজিত সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২৭৮ রান তুলেও বোলারদের নিদারুণ ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা। ওপেনিং জুটিতে ৪৩ বল হাতে রেখে ম্যাচ শেষ করেন দুই সেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক ও হাশিম আমলা।
চার বছরেরও অধিক সময় পর এই ভেন্যুতে ওয়ানডে ম্যাচ আয়োজিত হচ্ছে। সমতায় ফিরতে হলে বাংলাদেশকে ভিন্ন কিছু করতে হবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ‘বাংলাদেশের ভিন্ন কিছু প্রয়োজন, হয়তো তরুণদের বড় ইনিংস খেলে নিজেদের মেলে ধরতে হবে অথবা বোলিংয়ে একটি ভালো স্পেল করতে হবে। সিনিয়ররা তাদের সবসময় বাঁচাতে পারবে না। ’ আরেকটি কথা না বললেই নয়, একটি জয়ে ভারতকে টপকে র্যাংকিংয়ের শীর্ষে উঠবে প্রোটিয়ারা।
টেস্ট সিরিজে (২-০) ভরাডুবির পর ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতায় ফেরার প্রত্যাশায় শুরুতেই বড় ধাক্কা হজম করতে হয় মাশরাফি-সাকিবদের। ব্যাটিং বান্ধব উইকেটে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানের অভাবটা ভালোই টের পায় সফরকারীরা। অনুশীলনে অ্যাঙ্কেলে (গোড়ালি) চোট পাওয়ায় দ. আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য পেসার মোস্তাফিজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
দক্ষিন আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিয়েন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দাইল ফেলুকভায়ো, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
এমএমএস/এমআরএম