কক্সবাজারে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আগে ব্যাট করা আইরিশরা ৪৮.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তোলে ১৯৫ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৪৬.৩ ওভার ব্যাট করে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়।
সফরকারীদের ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন সিমি সিং। এছাড়া, শ্যানন ২৭, অ্যান্ডারসন ২৭, বালবির্নি ১৫, পয়েন্টার ২৫, থম্পসন ১৬, ডকরেল ১৮ এবং ম্যাকার্থি অপরাজিত ১৭ রান করেন। বাংলাদেশের স্পিনার সাঞ্জামুল ইসলাম চারটি, আবুল হাসান তিনটি উইকেট নেন। এছাড়া, একটি করে উইকেট পান আবু হায়দার রনি, তানভীর হায়দার এবং আল আমিন।
১৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক ওপেনার সাদমান ইসলাম ২৪ রান এবং জাকির হাসান ৪ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা দলপতি নাজমুল হোসেন শান্ত করেন ৪৪ রান। আল আমিনের ব্যাট থেকে আসে ৬ রান। ১০ রানে ফেরেন নাদিফ চৌধুরি। ৯১ বলে আটটি বাউন্ডারিতে ৬১ রান করে অপরাজিত থাকেন তানভীর হায়দার। এছাড়া, নুরুল হাসান সোহান ১, সাঞ্জামুল ইসলাম ১৬ রান করেন। আর আবুল হাসান ১০ রানে অপরাজিত থাকেন। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তানভীর হায়দারের হাতে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
এমআরপি