ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মাশরাফির রংপুরকে হারালো মিথুনের রাইডার্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, অক্টোবর ৩১, ২০১৭
মাশরাফির রংপুরকে হারালো মিথুনের রাইডার্স মাশরাফির রংপুরকে হারালো মিথুনের রাইডার্স

ঢাকা: বিপিএল সিজন ফাইভকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। রংপুর ও রাইডার্স দুইদলে ভাগ হয়ে সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে হয় খেলা। 

এতে মাশরাফির রংপুরকে ৭ উইকেটে পরাজিত করেছে মোহাম্মদ মিঠুনের রাইডার্স।  

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে মাশরাফির রংপুর।

নয়জন করে খেলেন দুই দলে। রংপুর ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১১৯ রান। শাহরিয়ার নাফীস ৩৮ রান করেন সর্বোচ্চ। সোহাগ গাজী ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

 ইবাদত দুটি রাবি বোপারা ২টি উইকেট নেন। জবাবে প্রস্তুতি ম্যাচ হওয়ায়  রাইডার্সদের পুরো ২০ ওভারই খেলান কোচ টম মুডি। নির্ধারিত ওভারে করে ৩ উইকেটে রাইডার্সরা ১৭৮ রান। রাভি বোপারা ৭৬ আর স্যাম হেইন ৫৬ রানে নটআউট থাকেন। মাশরাফি ৬ ওভারে ৫৬ রান দিয়ে দুই উইকেট নেন।  

এদিকে ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় ডান পায়ে খানিক চোট পেয়েছিলেন ক্যাপ্টেন মাশরাফি। যদিও পরে সবশঙ্কাই কেটে যায়। ভালোভাবেই গা গরম করেছেন ক্যাপ্টেন ম্যাশ।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।