ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্যামি-মুশফিকদের টার্গেট ২০৬

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
স্যামি-মুশফিকদের টার্গেট ২০৬ ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলমান বিপিএলের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। নাসির হোসেনের দলের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর দলপতি ড্যারেন স্যামি। টস হারা সিলেট নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২০৫ রান।

এই আসরে সাদামাটা দল নিয়েও দুর্দান্তভাবে ছুটছে নাসির হোসেনের সিলেট। নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়ে শুরু করেছিল দলটি।

নিজেদের দ্বিতীয় ম্যাচে নাসির বাহিনী হারিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এদিকে, নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে আসর শুরু করে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস। ড্যারেন স্যামির দলটি এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন সিলেটের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার আর উপুল থারাঙ্গা। নিজেদের আগের দুই ম্যাচেও সিলেটকে উড়ন্ত সূচনা পাইয়ে দিয়েছিলেন এই দুই ওপেনার। ওপেনিং জুটি থেকে এই ম্যাচে তারা তুলে নেন ১০১ রান। রানআউট হয়ে বিদায় নেন আন্দ্রে ফ্লেচার। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় তিনি করেন ৪৮ রান।

আরেক ওপেনার থারাঙ্গা দলীয় ১০৫ রানের মাথায় বিদায় নেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে করেন ৫০ রান। তার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি। তিন নম্বরে নামা সিলেটের আইকন সাব্বির রহমান ১৪ বলে ১৬ রান করেন সাজঘরে ফেরেন। দানুশকা গুনাথিলাকা রানের চাকা সচল রেখে ২২ বলে দুটি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকিয়ে করেন ৪২ রান। লিয়াম প্লাংকেট ৬ রানে বিদায় নেন। রস হোয়াইটলি ব্যাটে ছোটো ঝড় তুলে ১১ বলে ১টি চার আর তিনটি ছক্কায় করেন অপরাজিত ২৫ রান। নুরুল হাসান সোহান কোনো রান না করেই বিদায় নেন শেষ ওভারে। ৫ রানে অপরাজিত থাকেন আবুল হাসান।

রাজশাহীর ফরহাদ রেজা ১টি, জেমস ফ্রাঙ্কলিন ১টি, কেরসিক উইলিয়ামস ২টি উইকেট পান। হোসাইন আলি, মেহেদি হাসান মিরাজ, সামিত প্যাটেল কোনো উইকেট পাননি।

দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের বিপক্ষে আগের ম্যাচে হেরে যাওয়া কুমিল্লা ৮ উইকেট আর ১৬ বল হাতে রেখে জয় তুলে নেয়। ফলে, নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে বিপিএল শুরু হয় চিটাগং ভাইকিংসের।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।