ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বিপিএলে টানা তিন জয়ে টেবিলের শীর্ষে থেকে রীতিমত আকাশে উড়ছে সিলেট সিক্সার্স। কিন্তু খেলোয়াড় ও দলের কর্মকাণ্ডে দারুণ অস্বস্তিতে ভুগছে সুরমা পাড়ের এই দলটি। শুরুটা হয়েছে সেই ৪ নভেম্বর থেকেই। ওই দিন উদ্বোধনী ম্যাচে ৬ মিনিট দেরিতে টস করতে যাওয়ায় অধিনায়ক নাসির হোসেনকে সতর্ক করা হয়েছে।
এরপর দিনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে দেড় লাখ টাকা জরিমানা গুণেছেন দলের ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মন।
এবার স্লো ওভার রেটের দায়ে দণ্ডিত করা হলো সিলেট সিক্সার্স ও তার অধিনায়ক নাসির হোসেনকে।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাজশাজী কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে এই তাদের শাস্তি দেয়া হয়েছে। নাসির হোসেনকে জরিমানা হিসেবে গুণতে হবে তার মোট ম্যাচ ফি’র ৪০ ভাগ টাকা। আর তার সতীর্থরা গুণবেন ২০ ভাগ।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ৮ নভেম্বর, ২০১৭
এইচএল/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।