ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ স্বপ্ন শেষ কোল্টার-নাইলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
অ্যাশেজ স্বপ্ন শেষ কোল্টার-নাইলের ছবি:সংগৃহীত

কাঁধে চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে আসছে ঘরের মাঠে অ্যাশেজ স্বপ্ন প্রায় শেষ অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইলের। এমনটি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও তিনি দলের ব্যাকআপ বোলার হিসেবে ছিলেন।

৩০ বছর বয়সী কোল্টার-নাইল স্পাইনাল স্ট্রেস ফ্রাকচারে ভুগছেন।  

অজি দলের মূল পেসার হিসেবে মাঠে দেখা যাবে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে।

তবে তারা যদি ইনজুরিতে পড়েন, তাহলে ব্যাকআপ বোলার হিসেবে নিজের জায়গা পেতেন ডানহাতি এ বোলার। তবে তিনি এখন ইনজুরিতে পড়ায় জ্যাকসন বার্ডই প্রথম পছন্দ অজিদের।

কোল্টার-নাইল এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো টেস্ট খেলেননি। তবে ২১টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে গ্যাবায় দু’দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।