আয়োজক কমিটির একটি সূত্র থেকে জানা যায়, মোস্তাফিজকে একাধিক দল টার্গেটে রেখেছে। সূত্রটি জানায়, বাংলাদেশ, ইংল্যান্ড আর শ্রীলঙ্কার ক্রিকেটাররাই প্লেয়ার ড্রাফটে বেশি প্রাধান্য পাবেন।
আরও জানা যায়, মোস্তাফিজ ছাড়াও বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন ক্রিস লিন, জেপি ডুমিনি, ইমরান তাহির, কার্লোস ব্রাথওয়েইট, শেন ওয়াটসন, ডোয়াইন ব্রাভো, জিমি নিশাম, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মিচেল ম্যাকক্লেনাঘেন, কলিন মুনরো, লুক রঞ্চি, আদিল রশিদ, ওয়েইন পারনেল, থিসারা পেরেরা, রশিদ খানরা।
পিএসএলের তৃতীয় আসরে থাকবে ছয়টি দল। প্লেয়ার ড্রাফট থেকে খেলোয়াড় কিনতে প্রতিটি দল ১.২ মার্কিন ডলার খরচের সুযোগ পাবে। প্রতিটি দল সর্বাধিক ২০ জন ক্রিকেটার রাখতে পারবে। আগের আসর থেকে ৯ খেলোয়াড় রেখে দেওয়া দলগুলো প্লেয়ার ড্রাফট থেকে প্লাটিনাম, ডায়মন্ড এবং গোল্ড ক্যাটাগরি থেকে ক্রিকেটার নিতে পারবে। দুইজন সিলভার এবং দুইজন ইমার্জিং খেলোয়াড় নিয়ে সর্বনিম্ন ১৬ ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৭
এমআরপি