গত জুলাইয়ে এসেক্সের হয়ে খেলেছেন কাউন্টি ক্রিকেট। পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগে আলো ছড়ান তামিম।
বছরে তাদের অধিক বিদেশি লিগ খেলায় বাধ সেধেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যতই লোভনীয় প্রস্তাব থাকুক না কেন এখন দুটির বেশি বিদেশি লিগে কেউই খেলতে পারবেন না বলে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিবি।
সতীর্থদের বছরে দুটির বেশি বিদেশি লিগ খেলানোয় বিসিবি’র আরোপিত এই নিয়মে তেমন কোন সমস্যা দেখছেন না বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বুধবার (১৫ নভেম্বর) রাজধানী বারিধারায় একটি প্রাইভেট ক্লিনিকে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মাশরাফি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ দলে যারা খেলছে বা ভবিষ্যতে খেলবে তাদের স্বপ্ন বাংলাদেশ দলের হয়ে খেলা। এখানে বিরাট কোন ইস্যু আছে বলে মনে হয় না। বাংলাদেশে কজনই বা বাইরে খেলে? হয়তো সাকিব খেলে। সে আইপিএল খেলে, মোস্তাফিজ আইপিএল খেলে। আইপিএল ছাড়া অন্যান্য লিগগুলোতে হয়তো সাকিব খেলে। আমার কাছে মনে হয় না এটা কোনো সমস্যা। আমি জানি না কী সিদ্ধান্ত হয়েছে। । তবে সবাই চায় বাংলাদেশের হয়ে খেলতে, নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে। ’
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম