কথাগুলো বলেছেন রংপুর রাইডার্সের পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। রোববার (১৯ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে দলের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা এখনও খেলতে পারিনি বলেই তলানিতে আছি। কিন্তু আমার মনে হয় যে দুই তিনজন একেবারেই নতুন প্লেয়ার এসেছে এবং তারা হাইপ্রোফাইল প্লেয়ার। আমি বিশ্বাস করি এই দলটা যখন জেতা শুরু করবে ধারাবাহিকভাবেই জিততে থাকবে। ’
নিঃসন্দেহে ভুল বলেননি রংপুরের পরামর্শক। কেননা মাশরাফি মর্তুজা, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, কুশল পেরেরা ও লাসিথ মালিঙ্গার মতো বিশ্ব কাঁপানো ক্রিকেটারদের নিয়ে যে দল রংপুর গড়েছে তাতে একটি ম্যাচ জিতে মোমেন্টামটি ধরতে পারলেই তাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না।
একথার প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করতে পারেন; গেইল, ম্যাককালাম তো কুমিল্লার বিপক্ষে ম্যাচেও ছিলো তারপরেও কেন রংপুর হেরে গেল? সেই প্রশ্নের জবাবও দিয়েছেন ফাহিম, ‘দলের সাথে খাপ খাইয়ে নিতে দুই একটা ম্যাচ সবারই প্রয়োজন হয়। আমি মনে করি আমাদের প্রথম ম্যাচটা তেমনই গেছে। ’
বিপিএলে ৪ ম্যাচ থেকে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে রংপুর। সোমবার (২০ নভেম্বর) মিরপুরে নিজেদের পঞ্চম ম্যাচে সিলেট সিক্সার্সকে মোকাবিলা করবে মাশরাফির দল।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম