ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্যামির ব্যাটে অবশেষে ক্যামিও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
স্যামির ব্যাটে অবশেষে ক্যামিও ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের গেল আসরে ব্যাট হাতে দুর্দান্তই ছিলেন রাজশাহী কিংস দলপতি ড্যারেন স্যামি। তার হাত ধরেই রাজশাহী কিংস টুর্নামেন্টের ফাইনাল খেলেছে একথা বললেও হয়তো এতটুকু অত্যুক্তি হবে না। প্রমাণ হিসেবে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮ বলে অপরাজিত ৪৪, খুলনা টাইটান্সের বিপক্ষে ৩৪ বলে অপরাজিত ৭১ ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসগুলো যথেষ্ট।

কিন্তু গেল আসরে রাজশাহীর সেই বিস্ফোরক ড্যারেন স্যামি এবারের বিপিএলের শুরু থেকেই ছিলেন নিস্প্রভ। ব্যাটে ছিল অব্যাহত রান খড়া।

কোনোভাবেই যেন ভোঁতা ব্যাটিংয়ের অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। কুমিল্লার বিপক্ষে শনিবারের ম্যাচের আগে তার ব্যক্তিগত সংগ্রহ ছিলো যথাক্রমে ২৯, ৯, ১৯ ও ৩।

অবশেষে অভিশপ্ত সেই খরা কাটিয়ে রানে ফিরেছেন এই রাজশাহী দলপতি।

শনিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে তার ব্যাট রানের অট্টহাসি হেসেছে। ভিক্টোরিয়ান্স বোলার সাইফুদ্দিনের ওপর রীতিমতো স্টিম রোলার চালিয়ে ইনিংসের শেষ ওভারে তুলে নিয়েছেন ৩২ রান।

এদিন ১৪ বলে অপরাজিত ৪৭ রান করেন ওয়েস্ট ইন্ডিজকে দুটি বিশ্বকাপ উপহার দেয়া এই ক্যারিবীয় দলপতি। যেখানে চারের (১টি) চেয়ে ছয়ের মারই বেশি ছিল (৬টি)। স্ট্রাইক রেট ৩৩৫.৭১।

তার এমন ধারালো ব্যাটিংয়ে ১৮৫ রানের বড় সংগ্রহ নিয়ে কুমিল্লাকে ৩০ রানে হারিয়ে বিপিএলে শেষ চারের আশা জিইয়ে রেখেছে রাজশাহী কিংস।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।