ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তবুও হতাশ নন ‘ছক্কা’ নাঈম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
তবুও হতাশ নন ‘ছক্কা’ নাঈম নাঈম ইসলাম / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাম নাঈম ইসলাম হলেও বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে তিনি ‘ছক্কা’ নাঈম নামেই বেশি পরিচিত। ব্যাট হাতে একসময় ছয়ের বন্যা বইয়ে দিতে তার জুড়ি ছিল না। ২০০৯ সালে জাতীয় ক্রিকেট লিগে মার্শাল আইয়ুবের এক ওভারে ছয়টি ছয় মেরে এই উপাধি পেয়েছিলেন।

সেই ‘ছক্কা’ নাইম এখন আর টাইগার দলে নেই। বাংলাদেশের হয়ে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই অলরাউন্ডারের জাতীয় দলের ক্যারিয়ার অকালেই থমকে গেছে।

টেস্টে তাকে সবশেষ দেখা গিয়েছিল ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়ানডেতে ২০১৪ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে। আর টি-টোয়েন্টিতে সবশেষ ২০১৩ সালে মাঠে নেমেছিলেন নিউজিল্যন্ডের বিপক্ষে।  

ভাগ্যের নির্মম পরিহাসে ক্যারিয়ারের সূর্য মধ্য গগনে যেতে না যেতেই জাতীয় দল থেকে ছিটকে পড়া এই অলরাউন্ডার ঠিকানা এখন দেশের ঘরোয়া ক্রিকেট। কিন্তু সেখানেও যেন তার বাধা। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জাঁকজমকপূর্ণ আসর বিপিএলের বিগত আসরগুলোতে নিয়মিত খেললেও চলতি আসরে তাকে ডাকেনি কোন দলই। স্বাভাবিকভাবেই তার হতাশ হওয়ার কথা। কিন্তু তিনি সেটা নন।

‘বিপিএলে থাকতে পারলে অবশ্যই ভালো লাগতো। যেহেতু বিপিএলে নেই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। কী পেয়েছি কী পাইনি এটা নিয়ে চিন্তা করে ডাউন হওয়া ছাড়া আর কিছু হবে না। ’

বিপিএলে নেই বলে থেমে নেই গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা এই ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের দিনকাল। বিপিএল শেষেই শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের লড়াই। সেই লক্ষ্যেই চালিয়ে যাচ্ছেন অনুশীলন, ‘সামনে এনসিএলের একটি রাউন্ড আছে সেটা নিয়েই কাজ করছি। ’

মঙ্গলবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে তিনি একথা বলেন। নাঈম ইসলাম বিপিএলের প্রথম আসরে খেলেছিলেন সিলেট রয়্যালসের হয়ে। পরের আসরে ডাক পড়ে চিটাগংয়ে। সবশেষ অর্থাৎ চতুর্থ আসরে জায়গা করে নেন রংপুর রাইডার্সে। রাইডার্সদের হয়ে প্রথম কয়েকটি ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন নাঈম।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।