ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারে শুরু রুমানাদের ভারত সফর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
হারে শুরু রুমানাদের ভারত সফর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারত সফরের শুরুটা জয় দিয়ে করতে পারলো না ‘এ’ দলের মোড়কে খেলা বাংলাদেশ নারী ক্রিকেট দল। মন্থর ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে ভারত ‘এ’ দলের মেয়েদের কাছে ৩২ রানে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে গেল রুমানারা।

কর্নাটকের বেলাগাউমে আগে ব্যাট করে ৯ উইকেটে ২১৫ রান করে স্বাগতিক মেয়েরা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৮৩ রানে থামে সফরকারীরা।

ব্যাট হাতে ভারতের বনিতা রায় খেলেন সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস। বাংলাদেশর হয়ে দুটি করে উইকেট নেন রুমানা আহমেদ, সালামা খাতুন ও শায়লা শারমিন।        

টাইগ্রেসদের হয়ে ব্যাট হাতে ৪৫ রান করেন লতা মন্ডল। এই রান করতে তিনি খেলেছেন ৯২টি বল। আর সালমা ৫১ বল খেলে মাত্র ১৬ রান করেন। লোয়ার অর্ডারে নেমে দলের হাল ধরতে চেষ্টা করেন অধিনায়ক রুমানা ও নিগার সুলতানা। ৩৪ বলে অপরাজিত ৩৯ রান করেন রুমানা। আর নিগার সুলতানা ৩২ রান করেন ৪৯ বল থেকে।

আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ‍দু’দল। তৃতীয় ও শেষ ম্যাচ ৭ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।