২০১৩ ও ২০১৬ ইভেন্টে (২০১৪ তে বিপিএল হয়নি) পঞ্চম স্থানে থেকে বিদায় নিয়েছিল রাইডার্স শিবির। দ্বিতীয়বারের মতো শেষ চারে ওঠা দলটির স্বপ্ন এখন একটিই।
সেই স্বপ্নের ফাইনালে ওঠার প্রথম ধাপে এলিমিনেটর ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। পরবর্তী বাধা দ্বিতীয় কোয়ালিফায়ার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় এলিমিনেটরে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে মোকাবেলা করবে টম মুডির শিষ্যরা। সন্ধ্যা ৭টায় প্রথম কোয়াফায়ার ম্যাচে মাঠে নামবে দুই শীর্ষ টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। বিজয়ীরা সরাসরি চলে যাবে ফাইনালে।
প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সুযোগ থাকবে। তারা পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দলের মধ্যকার এলিমিনেটর জয়ীর সামনে পড়বে। ১০ ডিসেম্বরের দ্বিতীয় কোয়ালিফায়ারে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট। ১২ ডিসেম্বরের শিরোপা নির্ধারণী লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা নামবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম