ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-১০ ক্রিকেটে যাওয়া হয়নি তামিমের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
টি-১০ ক্রিকেটে যাওয়া হয়নি তামিমের ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ক্রিকেটের আরেক সংক্ষিপ্ত ও নতুন সংস্করণ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।

আসরে অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন সাকিব। তবে এখনও যাওয়া হয়নি তামিম ইকবালের।

বিপিএলে উইকেটের সমালোচনা করায় বিসিবির তাকে কারণ দর্শানোর দিয়েছে। আজ তার শুনানি। অথচ আজই আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল তাঁর। তবে জানা যায়, শুনানি শেষ তিনি আমিরাত যাবেন।

এদিকে এই টুর্নামেন্টে ছাড়পত্র দেওয়া হয়নি মোস্তাফিজকে। কাটার মাস্টারের চোটের সতর্কতা হিসেবেই বিসিবি তাকে যেতে দিচ্ছে না বলে জানা যায়।

উল্লেখ্য, আসরে সাকিব খেলবেন কেরালা কিংসের হয়ে। তামিম রয়েছেন ‘পাখতুন’ দলে। আর মোস্তাফিজের খেলার কথা ছিল আরেক ফ্র্যাঞ্চাইজি বেঙ্গল টাইগার্সে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।