ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বিসিবি চিকিৎসক মনিরুল আমিন আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, ডিসেম্বর ১৪, ২০১৭
বিসিবি চিকিৎসক মনিরুল আমিন আর নেই ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাঃ মনিরুল আমিন মারা গেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৪৬ বছর বয়সী এই চিকিৎসকের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় মনিরুল আমিনের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

 

২০১০ সালে বিসিবির মেডিকেল বিভাগে ক্রীড়া চিকিৎসক হিসেবে যোগ দেওয়ার পর থেকে সাকিব-তামিমদের যথাযথ চিকিৎসা সেবা দিতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।

শুরুর দিকে মনিরুল আমিন বিসিবির মেডিক্যাল কমিটিতে দীর্ঘদিন কাজ করেছেন। সেখান থেকে ২০১০ সালে যোগ দেন মেডিকেল বিভাগে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।