ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টিভ ওয়াহ’র ছেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
স্টিভ ওয়াহ’র ছেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে ছবি:সংগৃহীত

২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন অজি কিংবদন্তি স্টিভ ওয়াহ’র ছেলে অস্টিন ওয়াহ। আর ১৫ সদস্যের এ দলে অধিনায়ক করা হয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করা জেসন সাঙ্ঘাকে।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন অস্টিন ওয়াহ। এ বছরের শুরুতে শ্রীলঙ্কান যুব দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন এই অলরাউন্ডার।

এই দলের সহ-অধিনায়ক দায়িত্বে আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের ছেলে উইল সাদারল্যান্ড। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। আরেক সাবেক ব্যাটসম্যান ক্রিস রজার্স ব্যাটিং পরামর্শক ও সহকারী কোচের দায়িত্বে রয়েছেন।  

২০১৮ সালের ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।