ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠেই ক্রিকেটারের মৃত্যু (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
মাঠেই ক্রিকেটারের মৃত্যু (ভিডিও) ছবি:সংগৃহীত

ক্রিকেট মাঠে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটলো। এবার মাঠের মধ্যেই মৃত্যু হলো এক ক্রিকেটারের। ভারতের কেরালায় স্থানীয় ক্রিকেট ম্যাচে পদ্মমানব জদুকালু নামের তরুণ এ ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন।

২০ বছর বয়সী এ তরুণ বোলিং করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে আম্পায়ার, ক্রিকেটার ও মাঠ কর্মীরা ছুটে যান। তাকে স্থানীয় হাসপাতালেও নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাঠে থাকা এক দর্শক এ সময় খেলার ভিডিও করছিলেন। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ যাবৎকালে ক্রিকেট মাঠে বলের আঘাতে মৃত্যুর ঘটনায় সবচেয়ে বড় নাড়া দিয়েছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজ। এর পর থেকে এখন পর্যন্ত ক্রিকেট মাঠে কোনো না কোনো কারণে ৬ থেকে ৭ জনের মৃত্যু হয়েছে।

ভিডিও...

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।