দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করেন শচীন। কাকতালিয়ভাবে সেই স্টেডিয়ামটিও ছিল সেঞ্চুরিয়ান নামক এলাকায়।
ঐ সিরিজেই কেপ টাউনে আরও একটি সেঞ্চুরি এসেছিল শচীনের। ১৪৬ রানের ইনিংসটিই ছিল জীবন্ত এ কিংবদন্তির ২৪ বছরের ক্যারিয়ারের শেষ সেঞ্চুরি। অবসরের আগে খেলে রেকর্ড ২০০টি ম্যাচ।
অথচ ক্রিকেট ক্যারিয়ারটা বোলার হিসেবে শুরু করেছিলেন ৫১ টেস্ট ও ৪৯ ওয়ানডে সেঞ্চুরি পাওয়া শচীন। এমআরএফ পেস একাডেমিতে গিয়েছিলেন তিনি, তবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার ডেনিস লিলি তাকে ব্যাটসম্যান হওয়ার পরামর্শ দেন। বাকিটা ইতিহাসের অংশ।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে রেকর্ড ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন তিনি। ২০০ টেস্টে তার রান ১৫ হাজার ৯২১। আর ৪৬৩ ওয়ানডেতে করেছেন ১৮ হাজার ৪৬৩ রান। ক্যারিয়ারের একটি টি-টোয়েন্টিতে ১০ রান করেছে তিনি।
২০১৩ সালের নভেম্বরে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরিভাবে বিদায় জানান শচীন।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস