বিপিএলে সতীর্থদের সঙ্গে জুনায়েদ (মাঝে)-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)
সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় চোট পেয়েছিলেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। আর এই চোটই শেষ পর্যন্ত কাল হলো বাঁহাতি পেসারের। পাকিস্তানের আগামী নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে বাদ পড়লেন তিনি।
বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন জুনায়েদ। তবে একটি ম্যাচে ডান পায়ের পাতায় বলের আঘাত লাগে তার।
পরে সেখানে চিড় ধরা পরে। এ জন্য তাকে চার সপ্তাহের বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাডিকেল প্যানেল।
স্বাগতিক কিউইদের বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ৬ জানুয়ারি। ২২ থেকে ২৮ জানুয়ারি মধ্যে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজগুলোকে সামনে রেখে চলতি সপ্তাহের শেষের দিকেই দল ঘোষণা করার কথা রয়েছে। ২৬ ডিসেম্বর দেশ ছাড়বে পাকিস্তান দল।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।