ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বক্সিং ডে টেস্টে ছিটকে গেলেন ওভারটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩০, ডিসেম্বর ২৪, ২০১৭
বক্সিং ডে টেস্টে ছিটকে গেলেন ওভারটন ছবি:সংগৃহীত

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ইনজুরির কারণে খেলতে পারছেন না ইংল্যান্ড পেসার ক্রেইগ ওভারটন। এমনটি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। জানা যায় পাঁজরে হাড় ভেঙে গেছে তার। অ্যাডিলেড টেস্টে প্রথমে চোট পাওয়ার পর পার্থে পূনরায় ব্যথা পান তিনি।

গুরুতর চোট পাওয়ার ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজে সিডনিতে শেষ টেস্টেও ওভাটনের শঙ্কা রয়েছে।

ওভারটনের পরিবর্তে সিডনিতে টম কারানের অভিষেক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

যদিও তার বল দলের অন্যদের মতো দ্রুত গতির না। তবে তার ডেলিভারিগুলো বেশ স্কিলফুল।

সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ইংল্যান্ড ৩-০তেই পিছিয়ে রয়েছে। হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় দিন পার করছে তারা। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।