ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাজশাহী মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
রাজশাহী মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে

রাজশাহী: রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের এ আয়োজন করেছে।

১৫ জানুয়ারি (সম্ভাব্য তারিখ) থেকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠ ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কমিটির নির্ধারিত ছয়টি দল টুর্নামেন্টে অংশ নেবে।

খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের পর যাচাই-বাছাই শেষে নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলভুক্ত করা হবে।

আগ্রহী খেলোয়াড়দের সোমবার (১ জানুয়ারি) থেকে ১০ জানুয়ারির মধ্যে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক তবিবুর রহমান মাসুম, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির সদস্য মামুন আর রশিদের কাছ থেকে ২শ' টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

খেলোয়াড়দের কমপক্ষে ১ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে ও রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিল, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে।

এছাড়া ফরমের সঙ্গে খেলোয়াড়দের সাংবাদিকতায় থাকা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে দিতে হবে।

টুর্নামেন্ট কমিটি খেলোয়াড়দের জার্সি ও ট্রাউজার সরবরাহ করবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।