প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানের সাউথ জোনের ৪৪৮ রানের জবাবে ৫০৫ রান করে মোশাররফ হোসেন রুবেলের সেন্ট্রাল জোন। নিজেদের দ্বিতীয় ইনিংসে সাউথ জোন তিন উইকেটে ১২০ রান করার পর ড্র মেনে নেয় দু’দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের লো-স্কোরিং ম্যাচে ভালোই উত্তেজনা ছিল। ড্র হওয়ার আগে ২৬১ রানের টার্গেটে নামা ইস্ট জোনের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২০২। জহুরুল ইসলামের নর্থ জোন দুই ইনিংসে যথাক্রমে ১৮৭ ও ২৮৪ রানে অলআউট হয়। মুমিনুল হকের দল প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে যায়।
চারটি জোন নিয়ে বিসিএলের ষষ্ঠ আসরের প্রথম রাউন্ডে দু’বারের শিরোপা জয়ী সেন্ট্রাল জোনকে ৯ উইকেটে হারিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ জোন। পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার চারদিনের ম্যাচটি ড্রয়ে নিষ্পত্তি হয়। দু’বারের শিরোপাধারী সাউথ জোন। এখনো ট্রফির দেখা পায়নি ইস্ট জোন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম