টানা দুই বোনাস পয়েন্টের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফি-সাকিবরা।
তৃতীয় ম্যাচের জয়টি ছিল আরও দাপুটে।
‘বড় দল হতে গেলে আরও অনেক গুণাবলী লাগবে, সেটা আমরা নিজেরাও জানি। আমরা এটা নিয়ে আলোচনাও করি। সামনে যখন অনেক পথ খোলা আছে, সেখানে আমরা আরও দৃঢ় হতে চাই, আরও ভালো করতে চাই। ’ বুধবার (২৪ জানুয়ারি) টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিনি একথা বলেন।
খেলোয়াড়দের মধ্যে কী কী গুণাবলীর সন্নিবেশ ঘটলে একটি দল বড় বলা যায় তাও বাতলে দিলেন সুজন, ‘যেমন, গতকালের ম্যাচে একটা সুযোগ ছিল মিডলঅর্ডার ব্যাটসম্যানদের প্রমাণ করার। সেটা হয়নি। বড় দলগুলো সেটাই করে। টপঅর্ডার ব্যর্থ হলে পরের ব্যাটসম্যানদের দায়িত্ব থাকে। এই দলে যারা আছে তারা অনেক ভাল খেলোয়াড়। গতকাল হয়নি, আমি বিশ্বাস করি আগামীকাল হবে। বড় দল হতে গেলে এগুলো ঠিক করতে হবে। সব জায়গা থেকে, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারলে আমরা বড় দল হবো। ’
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস