ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলমান ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা নিজেদের তিন ম্যাচেই দাপট দেখিয়েছে টাইগাররা। যদিও প্রথম দুই ম্যাচ জিতেই বোনাসসহ ফাইনাল আগেই নিশ্চিত করেছিল, তবে লিগ পদ্ধতির শেষ ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না দেশের ক্রিকেটাররা।

মাশরাফি বাহিনী নিজেদের প্রথম তিন ম্যাচে উড়ন্ত জয় পায়। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচটি ব্যাটিং ধস নামলেও বোলিংয়ে ঠিকই অসাধারণ পারফরম্যান্স করে জয় তুলে নেয় স্বাগতিকরা।

আর ফাইনালে যাওয়ার আগে শেষ জয়টিও পেতে যেন কোনো সমস্যা না হয় তারই প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ।

এ ব্যাপারে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘নির্ভার থাকার কোনো সুযোগই নেই আমি মনে করি। এরপর আমরা আর ব্রেক পাব না, কাল খেললাম, আগামীকাল খেলব, আবার ২৭ তারিখ ফাইনাল। টুর্নামেন্টে কোনো ম্যাচ হারতে চাই না, বড় কথা হল এটাই। কালকের ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। আলাদা একটা ওয়ানডে ম্যাচ। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্যই গুরুত্বপূর্ণ। আর ফাইনাল তো অবশ্যই ফাইনাল। এ ম্যাচটা গুরুত্বপূর্ণ। ’

দারুণ ফর্মে আছেন বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এখন পর্যন্ত তিন ম্যাচের সবকটিতেই হাফসেঞ্চুরি করা তামিম মোট ২৪৪ রান করে শীর্ষে আছেন। দুই হাফসেঞ্চুরি করা সাকিব ১৫৫ রান নিয়ে তৃতীয়স্থানে।  

আর বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব তার ম্যাজিক বোলিংয়েও রেখেছেন। যৌথ ভাবে সর্বোচ্চ নয়টি উইকেট নিয়ে শীর্ষে আছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ও টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে টেবিলের দুই নাম্বারে থাকা শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে ৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মশারাফি বিন মর্তুজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): ধানুসকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা, কুসাল মেন্ডিস, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, সুরাঙ্গা লাকমাল, লক্ষন সান্দাকান, নুয়ান প্রদিপ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।