ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

‘অপরাজিত’ বাংলাদেশকে ফাইনালে দেখতে চান ক্রিকেটপ্রেমীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
‘অপরাজিত’ বাংলাদেশকে ফাইনালে দেখতে চান ক্রিকেটপ্রেমীরা টিকেটের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ লাইন-ছবি-বাংলানিউজ

ঢাকা: পরপর তিন ম্যাচ জিতে এরইমধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। দুর্দান্ত টাইগার বাহিনীর কাছে দিন দিন প্রত্যাশা বেড়ে যাচ্ছে সমর্থকদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিতে অপরাজিত থেকে বাংলাদেশ ফাইনালে খেলবে তা দেখতে চান ক্রিকেটপ্রেমী দর্শকরা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এমন প্রত্যাশা নিয়ে ক্রিকেটপ্রেমীরা ভিড় করছেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটের প্রত্যাশায়। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথের সামনে সকাল ৬টা থেকে টিকেটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

 

টাইগার সমর্থকদের প্রত্যাশা, গ্রুপ পর্বের শেষ ম্যাচটি সহজেই জিতে অপরাজিত থেকে বাংলাদেশ ফাইনাল খেলবে। ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ ঘরে তুলবে এমনটাই প্রত্যাশা তাদের।  

বুধবার (২৪ জানুয়ারি) সারাদিন টিকেট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।   

টিকেটের লাইনে দাঁড়িয়ে টাইগার সমর্থক সাফিন তালুকদার বলেন, ক্রিকেট আমার প্রাণের খেলা। আমাকে সর্বোচ্চ আনন্দ দিতে পারে একমাত্র ক্রিকেটে বাংলাদেশের জয়। আমরা ক্রিকেটে দিনে দিনে পরাশক্তি হচ্ছি। সুতরাং সব ক’টি ম্যাচ জিতে অপরাজিত টাইগাররা ফাইনাল খেলবে, এটা একমাত্র প্রত্যাশা! যেভাবে খেলছে তাতে, সিরিজ জয় সহজেই হবে।  

ইনডোর স্টেডিয়ামের টিকেট বিক্রির স্পট ঘুরে দেখা যায়, ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের শেষ ম্যাচটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ অনেক বেশি। গ্রুপ পর্বের শেষটা ভালো চায় তারা।  

আরেক ক্রিকেটপাগল দর্শক শরীফ তন্ময় বাংলানিউজকে বলেন, বর্তমানে ওয়ান ডে ইন্টারন্যাশনালে (ওডিআই) বাংলাদেশ স্বপ্নের দল। বাংলাদেশ টিম যেভাবে খেলছে তাতে সহজেই জয় আসবে। প্রথম ম্যাচের মতো আজকেও শ্রীলঙ্কা নাস্তানাবুদ হবে।  

দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ও টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলা করবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এমসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।