ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

‘যেটা হয়েছে এটা ওয়েকআপ কল’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
‘যেটা হয়েছে এটা ওয়েকআপ কল’ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮২ রানে গুটিয়ে যাওয়া এবং ১০ উইকেটের হারের পরেও ইতিবাচক টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে এই হার তার দলের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করবে বলে মত তার।

মাশরাফি বলেন, ‘চার উইকেট পড়ার পরও আমাদের সামর্থ্য ছিল ওটাকে হেলদি করার। তাহলে হয়তো যারা ছিল তাদের জন্য ভালো হতো।

ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ভালো হতো। যেটা হয়েছে এটা ভালো ওয়েকআপ কল, যে আমাদের বাজে দিনে আমরা কতটা খারাপ খেলতে পারি। এটাও আমাদের জন্য জানা গেল। ফাইনাল ম্যাচে যে তাড়াতাড়ি দুটা উইকেট পড়বে না সেই গ্যারান্টি নেই। পরপর দুই বলে সাকিব-তামিম দুজনই  আউট হয়ে যেতে পারে। কখন কিভাবে ব্যাটিং করতে হবে। আজকে আমরা না পারলেও কিছুটা হলেও আমাদের ধারণা পাওয়া গেল যে এ রানটাকে কত দূর নিয়ে যাওয়া যেতে পারে। ’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় সংবাদ মাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান গেল তিন ম্যাচের টানা জয়ে দল অতিআত্মবিশ্বাসী ছিল বলেই এভাবে হারতে হলো কী না? উত্তরে মাশরাফি জানালেন, ‘সত্যি কথা বলতে কি কাল রাতেও যখন মিটিং হয়েছে, কারো ভেতর এমন দেখিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এমন থাকার (অতিরিক্ত আত্মবিশ্বাসী) সুযোগ ছিল না, শ্রীলঙ্কার বিপক্ষে তো না-ই। যেটা বলতে পারেন আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। আমার কাছে মনে হয় এটা বলাই ঠিক। আবার এটা বলতে পারি যে একটা বাজে দিন গিয়েছে। আমি বলবো বাজে ক্রিকেট খেলেছি। ’

শনিবার (২৭ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।