ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একপেশে ফাইনাল চান না চান্দিমাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
একপেশে ফাইনাল চান না চান্দিমাল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শনিবার (২৭ জানুয়রি) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল। যেখানে শ্রীলঙ্কার প্রতিপক্ষ গেল তিন বছরে ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশ। হাইভোল্টেজ ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটই খেলতে চাইছেন লঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল।

টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যে একপেশে ম্যাচ (বাংলাদেশকে ৮২ রানে অলআউট করে ১০ উইকেটের জয়) অনুষ্ঠিত হয়েছে তার পুনরাবৃত্তি শিরোপা নির্ধারণীতে চায় না লঙ্কান শিবির।

শুক্রবার (২৬ জানুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কথাই ব্যক্ত করেন চান্দিমাল।

তিনি বলেন, ‘আপনাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে খেলতে হবে। তাহলেই কেবল ভালো ফলাফল সম্ভব। কালকের ম্যাচের জন্য আমাদের বিশেষ কিছু পরিকল্পনা আছে। আমরা যদি তা প্রয়োগ করতে পারি তাহলে ভালো ফলাফল পাওয়া কঠিন হবে না। ’

ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কা যে দাপুটে খেলা উপহার দিয়েছে তাতে একবারের জন্যও কি মনে হয়েছে এই দলটিকেই জিম্বাবুয়ের সাথে ফাইনালের পথে পাল্লা দিতে হয়েছে? কী অসাধারণ গোছালো ও পরিকল্পনামাফিক খেলা! পুরো ম্যাচেই তাদের বোলিং, ব্যাটিং এমনকি ফিল্ডিং বারবারই সেই পুরোনো লঙ্কান দলটির কথাই মনে করিয়ে দিচ্ছিল।

এই প্রসঙ্গে মজার একটি কথাই শোনালেন চান্দিমাল, ‘ফাইনালের আগে জয়টা সত্যিই অসাধারণ ছিল। আমরা আসলে ফাইনালে খেলার বিষয়টি মাথায় রেখে এদিন খেলিনি। আমরা দল হিসেবে খেলেছি। আমি শেষ সংবাদ সম্মেলনে একথা বলেছি যে আমরা একটি ম্যাচকে মাথায় রেখে খেলবো। তাই করেছি। ’

শিরোপা জয়ের ম্যাচেও ঠিক এমন খেলাই তারা খেলবে বলেও চান্দিমাল জানিয়ে রাখলেন, ‘ফাইনালেও তেমনি খেলবো। কিছু মৌলিক বিষয় এখানে আছে। আমাদের উচিত হবে ম্যাচের পরিকল্পনায় অটুট থাকা। এবং তার সফল বাস্তবায়ন ঘটানো। ’

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।