ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের স্বপ্ন দেখছে সিরিজ খোয়ানো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
জয়ের স্বপ্ন দেখছে সিরিজ খোয়ানো ভারত ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জয়ের স্বপ্ন দেখছে বিরাট কোহলি ভারত। জোহানেসবার্গের পেসবান্ধব উইকেটে তৃতীয় ও শেষ টেস্টে সুবিধাজনক অবস্থানে সফরকারীরা। ৩-০ তে সিরিজ জিততে ২৪১ রানের টার্গেটে নেমে এক উইকেট ১৭ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা।

ডিন এলগার ১১ ও হাশিম আমলা ২ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন। ৪ রান করে আউট হন ওপেনার আইদেন মার্করাম।

অধিনায়ক কোহলি, অজিঙ্কা রাহানে ও লোয়ার-অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানের পুঁজি পায় টিম ইন্ডিয়া। লিড দাঁড়ায় ২৪০। কোহলি ৪১ ও রাহানের ব্যাট থেকে আসে ৪৮। আট নম্বরে নেমে পেসার ভুবনেশ্বর কুমার ৩৩ ও মোহাম্মদ শামি ২৭ রান করেন। তিনটি করে উইকেট দখল করেন ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও মরনে মরকেল। অন্যটি লুঙ্গি এনগিদির।

প্রথম ইনিংসে ভারতের ১৮৭ রানের জবাবে ৭ রানের লিড নিয়ে ১৯৪ রানে অলআউট হয় দ. আফ্রিকা। দু’দলই পাঁচ পেসার নিয়ে একাদশ সাজায়।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।